spoken
51. What harms = ক্ষতি কি
প্রয়োগ ক্ষেত্র : " কিছু করলে ক্ষতি কি বলে কাউকে প্রশ্ন করলে যেমন: এখানে দাড়িয়ে থাকলে ক্ষতি কি ?, টাকার পিছে ঘুরলে ক্ষতি কি ?, অল্প বয়সে বিয়ে করলে ক্ষতি কি?, দুনিয়ার পিছনে ছুটলে ক্ষতি কি ? " ।
52. How about = কেমন হয়
প্রয়োগ ক্ষেত্র : " একটি কাজ করে কেমন হয় বলে কারো কাছে মতামত নিলে যেমন: ইংরেজি শিখলে কেমন হয় ?, বিয়ে করলে কেমন হয় ?, এখন কফি খেলে কেমন হয় ?, আজ মুভি দেখলে কেমন হয় ? " ।
53. Edge = দ্বারপ্রান্তে / কিনারে
প্রয়োগ ক্ষেত্র : " কোন কিছুর দ্বারপ্রান্তে / কিনারে পৌছালে যেমন: জীবনের দ্বারপ্রান্তে , মরণের দ্বারপ্রান্তে , সফলতার দ্বারপ্রান্তে ,বিপদের দ্বারপ্রান্তে " ।
54. Ignore = উপেক্ষা করে কিছু করা
প্রয়োগ ক্ষেত্র : " কোন কিছু উপেক্ষা করে কিছু করা যেমন: আমি ঝড়ো বাতাশ উপেক্ষা করে তোমার কাছে এসেছি, বাবা মাকে উপেক্ষা করে আমাদের কিছু করা উচিত না, শিক্ষকের কথা উপেক্ষা করে তোমার কাজটি করা উচিত না" ।
55. Point = যুক্তি আছে বা যুক্তি ছিল
প্রয়োগ ক্ষেত্র : " কিছু করার পিছনে যুক্তি আছে বা ছিল বুঝালে যেমন: রিমাকে ভালবাসার যুক্তি ছিল, ইংরেজি শেখার যুক্তি আছে , সেখানে যাওয়ার যুক্তি আছে, তাকে মারার যুক্তি আছে " ।
56. No point = যুক্তি নেই বা যুক্তি ছিল না
প্রয়োগ ক্ষেত্র : " কিছু করার পিছনে যুক্তি নেই বা ছিল না বুঝালে যেমন: এখানে বসে সময় নষ্ট করার কোন যুক্তি নেই, পরীক্ষার আগের দিন না বুুঝে মুখস্থ করার কোন যুক্তি নেই , যথোপযুক্ত কারণ ছাড়া তাকে মারার কোন যুক্তি ছিল না " ।
57. Proud of + N/P = কিছু নিয়ে গর্বিত হলে
প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " কিছু নিয়ে গর্বিত হলে বা গর্ব প্রকাশ করলে "
58. Proud of + verb(present form) + ing = কর্তা কিছু করে গর্বিত হলে
প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " কিছু করে গর্বিত হলে বা গর্ব প্রকাশ করলে "
59. Proud of + being + N/P = কিছু হয়ে গর্বিত হলে বা গর্ব প্রকাশ করলে
প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " কিছু হয়ে গর্বিত হলে বা গর্ব প্রকাশ করলে "
60. Scared of + N/p = কোন কিছুকে ভয় পাওয়া অর্থে ব্যবহৃত হয় ।
প্রয়োগ ক্ষেত্র : বাক্যের কর্তা " কোন কিছুকে ভয় পেলে"