spoken
Rule : had to = তেই হয়েছিল
প্রয়োগ ক্ষেত্র : বাংলা বাক্যের শেষে " তেই হয়েছিল " থাকলে
Structure: Subject + had + to + Principal verb (present form) + extension.
Person settings: I / We / They / He / She / It / You => had
Example:
- মিথিলাকে কাজ করতেই হয়েছিল = Mithila had to work.
- তাকে গতকাল মিটিং এ অংশগ্রহন করতেই হয়েছিল = He had to attend meeting yesterday.
- আমাকে গাড়ি চালাতেই হয়েছিল = I had to drive a car.
- আমাকে কম্পিউটার চালানো শিখতেই হয়েছিল = I had to learn to operate computer.
- আমাকে ইংরেজিতে বক্তব্য দিতেই হয়েছিল = I had to deliver speech in English.
- তাকে ১৯৭১ সালে এই দেশ ছেড়ে চলে যেতেই হয়েছিল = He had to leave this country in 1971.
- আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হয়েছিল = We had to stand against the injustice.