Small Talk

Picture (ছবি) In English (ইংরেজিতে) In Bengali (বাংলা অর্থ) Synonym (সমার্থক শব্দ) Antonym (বিপরীতার্থক শব্দ) Example (উদাহরণ)
For god sake I didn't do it.খোদার কসম আমি কাজটি করি নাই
It makes no sense.এর কোন অর্থ হয় না
It goes without saying that.এটা না বললেও চলে যে
Not the leastএকটুও নয়
By the grace of allahআল্লাহর রহমতে
If you do care.যদি আপনি চান
Get down to work.দেরি না করে কাজ শুরু কর
For better or worseভাল মন্দ যাই হোক
Rest assured.আমার উপর ভরসা করতে পারেন
It implies that...এর মানে হচ্ছে...
So that's the case.তাহলে ব্যাপারটা এই
That will be great.ব্যাপারটা দারুন হবে
Unquestionable.প্রশ্নই উঠে না
Nothing special.বিশেষ কিছুই নয়
You deserve this thanks.এই ধন্যবাদ তোমার পাওনা
You deserve this esteem.এই সম্মান তোমার পাওনা
It was unwise of me to say thatঐ কথা বলা আমার ঠিক হয় নাই
Even though.এমন কি যদিও...
I only scared him.আমি তো তাকেই কেবল ভয় দেখিয়েছিলাম
Do you have any business with me?আমার সাথে আপনার কি কোন কাজ আছে?
That's for sure!তা নিশ্চিত করে বলা যায়
I think so.আমারও তাই মনে হয়
I would sayআমি বলব যে
By the wayও , ভালো কথা
Oh, yes.ও, আচ্ছা, আর
Oh, that makes me think ofএ থেকে একটা কথা মনে পড়ছে যে,
Oh, I forgot to mention.ঐ দেখ, ভুলেই গিয়েছিলাম
To get off the topic for a moment.একটু প্রসঙ্গ পাল্টে বলা যাক
To wander for a just a moment.আলোচনার মধ্যে একটু বেকে গিয়ে বলতে ইচছে করছে যে,
But one thing before that.কিন্তু তার আগে একটা কথা
Let me digress.একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
It's all right, I can manage.আচ্ছা ঠিক আছে, আমি নিজেই পারব
It's so great of you.এটা আপনার মাহাত্ম্য
It's so kind of you.এটা আপনার অসীম দয়া
Who on earth did this?কোন বদমাশ করেছে এ কাজ?
What's going on here?হচ্ছেটা কি এখানে?
There is a rumour that.গুজব আছে যে,
There is a story that.প্রচলিত আছে যে,
Do you have change?তোমার কাছে কি খুচরা আছে?
Here they are.এই তো এখানে
Talk with counting.হিসাব করে কথা বল
Stop speak ill of others.পরনিন্দা বন্ধ কর
Don't gap, stop your gapping.বকবক করো না, তোমার বকবকানি বন্ধ কর
Erase this line, don't tarnish the image.এই লাইনটি মুছে ফেল, ভাবমূর্তি ক্ষুন্ন কর না
Who the hell are playing cassettes?কোন শয়তানের বাচ্চা ক্যাসেট বাজাচ্ছে?
Why the hell did you do that?এই সব ফালতু কাজ কেন তুমি করতে গেলে?
Many happy returns of the day.এই দিন বার বার ফিরে আসুক
You good for nothing/worthless !অপদার্থ কোথাকার !
Not at all.আদৌ নয়
It's clear to me that...আমার কাছে এটা পরিষ্কার যে...
I am extremely sorry that / I am terribly sorry that...আমি খুবই দুঃখিত যে...
The real thing / fact is that...প্রকৃত ঘটনা হচ্ছে যে...
Thing is that...আসলে ব্যাপার হচ্ছে যে...
I think / seem /guess / assume thatআমি মনে করি যে
Indeed He / She speaks very niceসত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে
I mean to say that / I would like to say thatআমি বুঝাতে / বলতে চাই যে
I strongly believe that...আমি জোরালোভাবে বিশ্বাস করি যে...
It is expected that...আশা করা যাচ্ছে যে...
It is to be remembered that...এটা মনে রাখতে হবে যে...
So far as I knowআমি যতদূর জানি
See you again / later.পরে দেখা হবে
That's all for the time beingআপাতত এইটুকুই
Take care.সাবধানে থেকো
Hello Listen !এই যে শুনুন !
How dare you say so !এটা তুমি কি বলছ্ !
What is pity ! / How sad !কি পরিতাপের কথা !
What a pleasant surprise !কি দারুণ আশ্চর্য !
What an idea !কি অদ্ভূদ মতামত / ধারণা !
As you like it.আপনি যা বলবেন
Howeverযাহোক
Oh ! Friend , How can I make you understand ?হায় ! বন্ধু, কিভাবে তোমাকে বুঝাবো ?
Never mind / Don't mind.কিছু মনে করবেন না
Excuse me !কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে
Exactly ! ঠিক তাই !
Really ?সত্যি ?
Obviously / of courseসুস্পষ্টভাবে / অবশ্যই
Be calm / Be quite / Keep quite.একটু শান্ত হও
You are absolutely right.আপনি একেবারে ঠিক বলেছেন
Hang it !চুলোয় যাক !
How fine / nice !কি দারুণ / কি সুন্দর
Damn it !জাহান্নামে যাক !
Go to the devil !গোল্লায় যাক !
Let us go out for a walkচল বেড়াতে যাই
She burst into a giggleসে খিল-খিল করে হেসে উঠল
At the very sight of him my heart went pit-a-pat.তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠল
Oh shit!ধ্যাততেরি !
What a nuisance !কি আপদ রে বাবা !
What a mess !কি ঝামেলা !
So what ?তাতে কী ?
So what of you ?তাতে তোমার কী ?
So what of me ?তাতে আমার কী ?
So far so good.এ পর্যন্ত সবই ভাল ।
Truly / Frankly speaking.সত্যি কথা বলতে কী ?
Come on !একটু বুঝতে চেষ্টা কর !
My goodness !হায় আল্লাহ ! / হায় কপাল !
What a shame !কি লজ্জা !
Shut up / Keep quite.চুুপ কর / চুপ থাক ।
Stop it.বন্ধ কর ।
What a surprise !কি আশ্চর্য !
So kind of you.আপনার অশেষ কৃপা ।
Don't talk nonsense.বাজে কথা বলো না ।
How about you ?তোমার খবর কী ?
What's up ?সবকিছু কেমন চলছে ?
How is everything going on ?দিনকাল কেমন যাচ্ছে ?
What the hell are you doing here ?কি ছাই / ঘোড়ার ডিম করছো এথানে ?
Who the hell are you ?কে তুই ?
Well done ! That's like a good boy !সাবাস ! এইতো ভাল ছেলের মত কাজ !
Don't worry .ও কিছু না, দুশ্চিন্তা করো না ।
Forget it !ভুলে যাও সব !
That's enough !যথেষ্ট হয়েছে !
How absurd !কি বাজে বকছো !
Don't be silly !বোকামি করো না !
Don't get mad !পাগলামি করো না !
What's wrong with you ?তোমার মন খারাপ কেন ?
I think so.আমিও তাই মনে করি ।
Nice to meet you .তোমার সাথে দেখা হয়ে ভাল লাগছে ।
As a matter of fact...বলতে গেলে...
Would you mind moving aside ?একটু সরে বসবেন কি ?
What a great idea !কি চমৎকার ধারণা !
Pray for me.দোয়া করো
Drop the matter.বাদ দাও / ও কথা ছেড়ে দাও ।
That's all nonsense !সব বাজে কথা !
It's a long story !সে অনেক কথা !
Is it a matter of joke ?এটা কি কথার কথা ?
That's not a bad idea.কথাটা মন্দ নয় ।
You must be kidding !তুমি নিশ্চয় মজা করছো !
That's all about me .আমার সম্পর্কে এইটুকুই ।
That's be fine.ভালই হবে ।
That sounds good.ঠিকই বলেছ ।
Here you are.এই নিন (কোন কিছুু দেয়ার সময়)
Go on / Keep on / Carry onচালিয়ে যাও ।
And so onএবং এরুপ আরো অনেক
All rightঠিক আছে
It is so.হ্যা এটা এ রকমই
Isn't it ?তাই নয় কি ?
How come? / How can it be?তা কি করে হয় ?
It's too bad.এটা খুব খারাপ ।
Oh ! I see.তাই বুঝি !
I got it. / I got the point.বুঝতে পেরেছি ।
Fed up / Worriedমন খারাপ / দুশ্চিন্তাগ্রস্ত
It sounds good.তোমার কথা ভাল লাগছে ।
It sounds odd.তোমার কথা ভাল লাগছে না ।
Time passes simple.সময় ভালই যাচ্ছে ।
It goes with me.এটা আমার সাথে যায় ।
It does not go with me.এটা আমার সাথে যায় না ।
He goes mad.সে পাগলামি করে ।
I go wrong.আমি ভুল করি ।
I go right.আমি সঠিক করি ।
He is not so good boy.সে এতটা ভাল ছেলে নয় ।
It's not that good one.এটা ঐটার মত ভাল নয় ।
I am simply going on.আমি মোটামুটি ভালই আছি ।
Hang on a minute.এক মিনিট চুপ থাক ।
I am not like him.আমি তার মত নই ।
I am passing short time.আমার দিন ভাল যাচ্ছে না ।
Cool down.ঠাণ্ডা হও (বিশষ করে রাগের সময়)।
It's easier than easy.পানির চেয়েও সহজ ।
It's tougher than tough.কঠিনের চেয়েও কঠিন ।
I am giving you my morning.আমি আপনাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি ।
I have fishes to fry.আমার তাড়া আছে ।
Make additions every single day.আপনাকে প্রতিদিন শিখতে হবে ।
You have to keep bettering.আপনাকে আরও ভাল করতে হবে ।
He is expected today / He is likely to come today.উনি আজ আসতে পারেন ।
We are in the same horizon.আমরা একই পথের পথিক ।
I have to invest time to learn English.ইংরেজির জন্য আমাকে সময় দিতে হবে ।
Don't be too limited.খুব সামান্য জানলে চলবে না ।
Work on beautifying your language.আপনার ভাষা সুন্দর করুন ।
Isn't a month fine for you ?একমাসে কি এটা হবে না ?
I will be fine with that.এতে আমার কোন আপত্তি নেই ।
Don't be anywhere .কোথাও যাবেন না ।
I will be here.আমি এখানেই থাকব ।
Not more than today.আজকের মত এ পর্যন্তই ।
It can give you a lift.এটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ।
Don't say your medical complaints to a lawyer.এমন কাউকে কিছুু বলবেন না যে তা বুঝে না ।
We will shape your career.আমরা আপনাদেরকে মাছ ধরা শিখাবো ।
For your kind information.খুবই গুরুত্বপূর্ণ কথা ।
Stay well.ভাল থাকবেন ।
We don't have a minute to waste.নষ্ট করার মত সময় আমাদের নেই ।
Two of you look alike.তোমরা দুজন দেথতে একই রকম ।
You can't pen through.কাটাকাটি করতে পারবেন না ।
Round the word up.শব্দটি গোল করে ফেলুন ।
Enjoy the last minute.শেষ সময়টুকু কাজে লাগান ।
May it not happen.আল্লাহ না করুক ।
Forget what happened.যা হওয়ার হয়ে গেছে ।
Don't give up.হতাশ হবেন না ।
Truly / badly sorry.খুবই দু্ূ:খিত
There is lot to know.জানার অনেক কিছু আছে ।
I am helpless here.এ ব্যাপারে আমার হাত নেই ।
I am working under a good hand.আমি একজন দক্ষ মানুষের অধীনে কাজ করছি ।
We can't compromise with quality.গুনগত মানের সাথে কোন আপোষ নেই ।
It's still there.এটা এখনও টিকে আছে ।
I was too tiny and I am too now.আমি আগেও যেমন ক্ষুদ্র্র ছিলাম এখনও তাই ।
Is she anymore?সে কি বেচে আছে ?
They were about to leave.তাদের যাওয়ার সময় প্রায় হয়ে গিয়েছিল ।
I am leaving for America.আমি আমেরিকায় যাচ্ছি ।
He is not that kid.সে জাতে মাতাল তালে ঠিক ।
Write in the form of Sentence.বাক্য আকারে লিখুন ।
Would you please move aside?একটুু সরে বসবেন কি ?
Please be seated.আপনি বসুন ।
He is vocal.উনি একটু বেশী বলেন ।
Many are not vocal.অনেকেই কম কথা বলে ।
Shape your English.আপনার ই্ংরেজি সুন্দর করুন ।
Class will be saturated soon.একটু পরে ক্লাসে আর জায়গা থাকবে না ।
Who will be the first to say?আজকে কে শুরু করবে ?
We are in touch of villages.গ্রামের গন্ধ আমাদের সাথে আছে ।
I wish I had a sky limit time !আমার যদি অসীম সময় থাকত !
Speak to the right person.জায়গামত বলুন ।
It's the quote of the day.এটা আজকের দিনের শ্রেষ্ঠ বাণী ।
Am I allowed to leave for the next ?আমি কি পরেরটায় যেতে পারি ।
Don't consider these too easy.এগুলোকে এতো সহজ ভেবো না ।
Don't give it a miss.এটা থেকে বিরত থেকো না ।
Keep shining your English.আপনার ই্ংরেজি আরও ভাল করতে থাকুন ।
I will be right back.আমি এখনই আসব ।
Write with Pencil.পেনসিল দিয়ে লিখুন ।
It's the very last / The grand last.একেবারেই শেষ ।
You have to extend your helping hand.আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে ।
No more time left.আর কোন সময় নেই ।
Please put your sign at the bottom of the page.পৃষ্টার নিচে স্বাক্ষর করুন ।
Should I leave today?আমি আজকে উঠি ?
To some extent.কিছু
The ability to read and writeস্বাক্ষর জ্ঞান সমপন্ন
Double standard policyদ্বিমুখী নীতি
Rabbit foodঅখাদ্য
Grand partyধুুমধাম পার্টি
Very tomorrowকালই
The very sameএকেবারেই এক
They are too professional to work with the people.তারা এত বেশি professional যে মানুষের সাথে কাজ করতে পারে না ।
He is a man in millions.তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন ।
I live nearby here.আমি এখানেই বাস করি ।
Would you be louder please ?একটুু জোরে বলবেন কি ?
You can ask me some questions too from my personal account.আপনারা আমাকে কিছুু ব্যক্তিগত প্রশ্নও করতে পারেন ।
Put / Keep your hands together or Give a hand or Give a big hand.তালি দিন ।
I maintain the hectic.খুব কড়া সিডিউল মেনে চলি ।
He is a living legend.তিনি একজন জীবন্ত কিংবদন্তী ।
We are entitled to ask them.তাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আমাদের আছে ।
You are a little master !তুমি তো ক্ষুদে পন্ডিত !
Last but not least.শেষের হলেও গুরুত্বের দিক দিয়ে কম নয় ।
Think before you speak.ভেবে চিন্তে কথা বলুন ।
Be interested on the other fellow.অপর ব্যক্তির প্রতি আগ্রহী হোন ।
Not satisfactoryসন্তোষজনক নয় ।
Mosquitoes are becoming intolerable.মশা অতিষ্ঠ করে তুলছে ।
I think , It would not be good.আমি মনে করি তা ভাল হবে না ।
What do you mean by that ?আপনি এর দ্বারা কি বুঝাতে চেয়েছেন ?
Please forgive me for what I have done.দয়া করে আমি যা করেছি তার জন্য মাফ করবেন ।
Take it as easy.এটা হালকাভাবে নাও ।
I confess my fault.আমি আমার ভুল স্বীকার করছি ।
I feel bad about that.এর জন্য আমার খারাপ লাগছে ।
Oh ! it's my fault.ওহ ! এটা আমার দোষ ।
That's for sure!তা নিশ্চিত করে বলা যায় ।
It is more or less true.এটা কম বেশি ঠিক
It's beyond my thought.এটা আমার চিন্তার বাহিরে ।
It was out of guess.এটা অনুমানের বাইরে ছিল ।
I don't like the din and bustle of town life.শহর জীবনের কোলাহল আমার ভাল লাগে না ।
We will have a quick run down.আমাদের তাড়াতাড়ি করতে হবে ।
Please take mine.দয়া করে আমারটা নিন ।
For your kind information.আপনার সদয় অবগতির জন্য
ধন্যবাদ এমনটি বলার জন্য ।Thanks It's kind of you to say so.
Please don't mention it.দয়া করে এটি বলবেন না ।
I left my bag/mobile/book.আমি আমার ব্যাগ/ মোবাইল / বই রেখে গেছি।
I think, I saw you somewhere. তোমাকে যেন কোথায় দেখেছিলাম
In this circumstances you had better go on leave.এ অবস্থায় তুমি বরং ছুটি নাও ।
His hair is falling off.তার চুল উঠে যাচ্ছে ।
Nothing has happened to him.তার কিছুই হয়নি ।
It is a splendid scene indeed.এটি একটি চমৎকার দৃশ্য বটে ।
He flew into a rage.তিনি রেগে উঠলেন।
You should try again in case of failure.অকৃতকার্য হলে আবার চেষ্টা করবে ।
Don't wait anymore, you rather should go now.আর অপেক্ষা করো না তোমার বরং এখন যাওয়া উচিত ।
You appearance seem to be much younger than him.তোমাকে তার চেয়ে অনেক ছোট মনে হয় ।
I began to tremble in that biting cold.সেই কনকনে শীতে আমি কাপতে লাগলাম
At this, there was a great row(সারি,হৈ চৈ ) all over the village.এতে সারা গ্রাম হৈ চৈ পড়ে গেল ।
At this word, he burst into laughter.এই কথায় সে হো হো করে হেসে উঠল ।
At this word, he burst into cry.এই কথায় সে হাউ মাউ করে কেঁদে ফেলল ।
Time hangs heavy on my hands.আমার সময় যেন আর কাটে না
It is only courage that carried him through the crisis.কেবল সাহসের বলেই সে সংকট কাটিয়ে উঠল ।
If you wait for another day, you will lose everything.তুুমি একদিন দেরি করলেই সব হারাবে ।
It is foolish to run after impossible thing.অসম্ভব জিনিসের পিছনে ছোটা মূর্খতা ।
Don't put off till tomorrow what can be done today.আজ যা করা যায় তা আগামীকালের জন্য রেখো না ।
Either fight or be oppressedহয় সংগ্রাম কর নতুবা মার খাও ।
I am getting drenched.আমি ভিজে যাচ্ছি ।
I am getting sweated.আমি ঘেমে যাচ্ছি ।
Take a little more.আর একটি নিন ।
I have caught cold.আমার ঠান্ডা লেগেছে ।
It seems he is out of mind.মনে হচ্ছে তার মাথা ঠিক নেই ।
I will try by all means.আমি আমার সকল সামর্থ্য দিয়ে চেষ্টা করব ।
Neither borrows nor lends.ধার দিব না, ধার নিব না ।
You should be ashamed of yourself.তোমার লজ্জা থাকা উচিত ।
I feel much better today.আমি আজ ভাল বোধ করছি ।
It seems to be right.এটা ঠিক মনে হয় ।
It does not suit me.এটা আমার সাথে মানায় না ।
Don't show formalities.লৌকিকতা করবে না ।
Happiness is the best medicine.সন্তুষ্টির চেয়ে ভাল ওষুধ নেই ।
You have got into trouble for nothing.তুমি অনর্থক বিপদ টেনে এনেছ ।
Quick anger is the sign of weakness.দ্রুত রেগে যাওয়া দূর্বলতার লক্ষণ ।
Image (ছবি) In Bengali (বাংলায়) In English (ইংরেজিতে) Synonym (সমার্থক শব্দ) Antonym (বিপরীতার্থক শব্দ) Example (উদাহরণ)