নিচের শব্দসমষ্টিগুলো পড়া যাক:
  • স্কুলে যায়
  • সে ভাত
  • করিম মাঠে

কোনটির দ্বারা কি পূ্র্ণ অর্থ প্রকাশ পায় ? অবশ্যই না । কিন্তু ঐ শব্দসমষ্টিগুলোকেই যদি নিম্নোক্তভাবে সাজাই তাহলে পূ্র্ণ অর্থ প্রকাশ পায় ।

  • রিমা স্কুলে যায় ।
  • সে ভাত খায় ।
  • করিম মাঠে খেলে ।

Definition: A sentence is a group of words arranged in such a order which makes a complete sense. (এক বা একাধিক word যদি সুবিন্যস্তভাবে বসে কারো মনোভাব সম্পূ্র্ণরুপে প্রকাশ পায় তখন তাকে Sentence বলে । )

Example:

  • Rima goes to school.
  • He eats rice.
  • Karim plays in the field.

Classification of sentences: Sentences are of five kinds. Such as-

1. Assertive Sentence ( বিবৃতিমূলক বাক্য )

        Definition: A sentence that makes a statement or assertion is called a assertive sentence ( যে sentence দ্বারা কোন বিবৃতি বা ঘটনা

        বর্ণনা করা বা অস্বীকার করা  হয় তাকে   Assertive Sentence বলে) ।

        Example:  I goes to school, I don't go to school.

       Assertive Sentence কে আবার দুভাবে ভাগ করা যায় -

       a) Affirmative Sentence: যে sentence দ্বারা কোন ঘটনা স্বীকার করা হয় তাকে Affirmative sentence বলে ।

          In english: The sentence which makes positive statement is called Affirmative Sentence.

          Example: He is a good boy. Ronaldo is a sportsman.

       b) Negative Sentence: যে sentence দ্বারা কোন ঘটনা অস্বীকার করা হয় তাকে Negative sentence বলে ।

          In english: The sentence which makes positive statement is called Affirmative Sentence.
          Example: He does not do the work. Ronaldo is not a sportsman.
 
2.Interrogative Sentence ( প্রশ্নসূচক বাক্য )
      Definition: A sentence that makes asks a question is called interrogative sentence (যে Sentence বা বাক্য দ্বারা শুধু প্রশ্ন করা যায়
      তাকে Interrogative Sentence বলে । )
      Example: How are you ? What do you want?
 
3. Imperative Sentence ( আদেশ, নির্দেশসূচক বাক্য )
     Definition: A sentence that expresses a command or an entreaty is called an imperative sentence ( যে sentence দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ,
     অনুরোেধ এবং নিষেধ বুঝায় তাকে Imperative Sentence বলে । )
     Structure: Verb + object.
     Example: Do the sum, Post the latter.
 
4. Optative Sentence ( ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য )
    Definition: A sentence that expresses a prayer or wish is called Optative Sentence( Optatvie sentence দ্বারা সাধারনত: ইচ্ছা, প্রার্থনা , আর্শীবাদ
    অর্থ প্রকাশ করে তাকে Optative Sentence বলে । )
    Structure: May + Subject + verb + Extension
    Example: May our president live long, May you be great, May you be rich. May Allah bless you.
 
5. Exclamatory Sentence ( বিস্ময়সূচক বাক্য )
    Definition : A sentence that expresses strong feeling is called an Exclamatory sentence ( যে sentence দ্বারা মনের আবেগ
    এবং মনের আকস্মিক ভাবও প্রকাশ পায় তাকে Exclamatory বলে । )
    Structure: How / What + adjective + subject + verb + note of exclamation ( ! ).
    Example:
    How cold the night is !
    What a shame!
    What a fool I am!
    Alas ! I am undone.
 
Note : What এর পরে a বসে ।

 

 

 

Comments