Idioms and Phrase

Idioms & Phrase In Bengali (বাংলায়) In English (ইংরেজিতে) Example (উদাহরণ)
A to Zআদ্যন্তব্যাপী, সম্পূূর্নরুপেvery thoroughly and completely

He has studied the subject from A to Z.


সে এ বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুশীলন করেছে ।
A-1সর্বোচ্চ গুণ সমপন্নHighest quality

Rahim has done a work , It is really A-1.


করিম একটি কাজ করেছে সত্যি এটা সর্বোচ্চ গুণ সমপন্ন
ABCসহজ এবং মৌলিক জ্ঞানThe simplest and most basic knowledge

This article will give you the ABC of medical.


এই লেখাটি তোমাকে মেডিকাল সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান করবে ।
Beat about the bushকোন উদ্দেশ্যে পৌছাতে পরোক্ষ ভাবে চেষ্টাIndirect endeavour to reach an object

Do not beat about the bush at the examination time, read and study carefully.


পরীক্ষার সময় পরোক্ষ ভাবে চেষ্টা করিও না, পড় যত্ন সহকারে ।
To hang aboutইতস্তত ঘোরাঘুরি করাto hover about

He hanged about to kill the chairman.


সে চেয়ারম্যানকে খুন করার জন্য ইতস্তত ঘোরাঘুরি করতে লাগল ।
Above allসর্বোপরিmost important of all, especially

Man is above all, Nothing is above man.


সবার উপরে মানুষ , তাহার উপরে নাই ।
Above suspicionসকল সন্দেহের উর্ধেto be too highly respected ever to arouse suspicion

A country's army should be above suspicion.


দেশের সেনাবাহিনী সকল সন্দেহের উর্ধে হওয়া উচিত ।
In absence কোন কিছুর অভাবেnonappearance

In absence of electricity he has stopped all his studies.


বিদ্যুতের অভাবে সে তার সব পড়া বন্ধ করেছে ।
Abide byমেনে চলা, কথামত কাজ করাto fulfill, to act upon to carry out

Every employee should abide by all rules and regulations of their own company.


প্রত্যেকটি কর্মচারীর তার নিজ অফিসের নিয়ম-কানন গুলো মেনে চলা উচিত ।
Accord - With one accordএকমত হওয়া every body in agreement

With one accord every body stood up to encourage him.


প্রত্যেকেই তাকে উত্সাহিত করতে দাড়িয়ে উঠল ।
Ablazeআগুন লাগানto set on fire

After a quarrel with his beloved wife he set ablaze all his certificates.


তার স্ত্রীর সাথে ঝগড়ার পরে সে তার সকল সনদপত্রের উপর আগুন লাগিয়ে দিল ।
Absolve - Absolve ofমাফ করে দেওয়া, মুক্ত করে দেওয়াto discharge, to pardon, to set free

The supreme court absolved the accused(?????) of all charges against him.


সবোর্চ্চ আদালত আসামীকে তার বিরুদ্ধে সকল অভিযোগ মাফ করে দিল ।
Abound - Abound withপরিপূর্ণ করা to fulfill with

Sundorbons abound with various dangerous wild animals.


সুন্দরবন নানা রকম ভয়ঙ্কর প্রাণীতে পরিপূর্ণ ।
Abstain - Abstain fromবিরত থাকাremain from

He abstained from smoking after his illness.


সে তার অসুস্থতার পর ধূমপান থেকে বিরত থাকল।
Bring to accountকৈফিয়ত দিতে বাধ্য করানোCompel to explain

This criminal must be brought to account.


এই অপরাধীকে অবশ্যই কৈফিয়ত দিতে বাধ্য করানো হবে ।
By all accountsসমস্ত লোকের মতে in the opinion of most people

By all accounts Munir is the best employee in this year.


সবার মতে মুনির এই বছর শ্রেষ্ঠ কর্মচারী ।
On no accountকোন কারনেই নয় not for any reason

On no account you should love her.


কোন কারনেই তোমাকে তারে ভালবাসা উচিত নয়।
Take into accountকোন কিছু বিবেচনা করাtake account of

We must take his sickness into account when evaluating his work.


আমরা যখন তার কাজ মূল্যায়ন করব তখন তার অসুস্থতা বিবেচনা করব ।
Ace - Within an ace ofচুল পরিমান ব্যবধানে, খুব কাছাকাছিvery near to

Ovi was within an ace of success.


অভি তার সাফল্যের খুব কাছাকাছি ছিল ।
A bed of rosesসুখশয্যা / পুষ্পশয্যাfeel highly relaxed.

Life is not a bed of roses.


জীবন একটি পুষ্পশয্যা নয় ।
A bed of thorns.কণ্টকশয্যাcrisis period

Now life in town has become a bed of thorns for many.


শহরের জীবন অনেকের কাছেই এখন খুব কষ্টকর / কণ্টকশয্যার মত হয়ে গেছে।
A black sheepনীচ, বিশ্বাসঘাতক ব্যক্তি, কলঙ্কA person who betrays.

There are some black sheeps in every society.


প্রত্যেকটি সমাজেই কিছুু বিশ্বাসঘাতক / কুলাঙ্গার থাকে ।
A bolt from the blueঅপ্রত্যাশিত বিপদ / বজ্রপাতface any unexpected bad news

The news of his father's death came to us like a bolt from the blue.


তার বাবার মৃত্যুের খবর আমাদের কাছে বজ্রপাতের মত এসেছিল ।
An apple of one's eye.নয়নমণিBeloved person

Joly is an apple of her mother's eye.


জলি তার মায়ের নয়নমণি ।
An apple of discordকলহের বিষয়object of quarrel.

The land is only an apple of discord between the two brothers.


জমিটাই দুই ভাইয়ের কলহের একমাত্র বিষয় ।
A maiden speechপ্রথম বক্তৃতাdeliver speech at the first time

His maiden speech was very excellent and effective.


তার প্রথম বক্তৃতা খুবই সুন্দর এবং কার্যকরী হয়েছিল ।
A fish out of waterঅস্বস্তিকর অবস্থাunfit situation

To live in Dhaka city for village people is a fish out of water.


গ্রামের লোকের জন্য ঢাকা শহরে বাস করা খুবই অস্বস্তিকর ।
A man of partsকর্মকুশল ব্যক্তিA person who takes care of others

He is a man of parts.


সে একজন কর্মকুশল ব্যক্তি ।
A man of lettersপন্ডিত ব্যক্তিScholar

Dr. Muhammmad Shahidullah was a man of letters.


ড. মুহাম্মদ শহীদুল্লাহ একজন পন্ডিত ব্যক্তি ছিলেন ।

An open secretউন্মুক্ত রহস্যOpen secret / Open mystery.

Students of science college smoke is an open secret.


বিজ্ঞান কলেজের ছাত্ররা ধূমপান করে এটি একটি উন্মুক্ত রহস্য ।
Above allপ্রধানতMainly

He is a poet and above all a teacher.


সে একজন কবি এবং প্রধানত শিক্ষক ।
All at onceসহসা

Hefez left the mobile all at once.


হাফেজ সহসাই মোবাইল রেখে চলে যায় ।
All in allসর্বেসর্বাBest among the best.

He is all in all in the family.


সে পরিবারে সর্বেসর্বা ।
All alongআগাগোড়াTop to bottom

He is all along a good man.


সে আগাগোড়া একজন ভাল মানুষ ।
All the sameএকইas it is

It is all the same whether you come here or not.


তোমার এখানে আসা আর না আসা একই ।
As usualসচরাচরusually

As usual he arrives late.


সচরাচর সে দেরিতে পৌছায় ।
All and sundryসকলeverybody

He invited all and sundry to a dinner.


সে রাতের খাবারে সকলকে দাওয়াত করেছিল ।
As a ruleসাধারনতgenerally

As a rule, I go to bed at 10 p.m.


সাধারনত আমি দশটার সময় ঘুমাতে যাই ।
As it wereযেনsupposing

The sun is, as it were, the lamp of the universe.


সূর্যকে যেন পৃথিবীর আলোক উৎস মনে হয় ।
As a matter of factপ্রকৃতপক্ষেReally

He looks clever but as a matter of fact he is a fool.


তাকে দেখে চালাক মনে হয় কিন্তু সে প্রকৃতপক্ষে বোকা ।
As soon asযখনইwhenever

As soon as the teacher left, They started talking loudly.


শিক্ষক যখনই চলে গেল তারা উচ্চ স্বরে কথা বলা শুরু করল ।
As far asযতটুকুThe extent

As far as possible , I shall help you.


যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্যে করব.
As good asমত বা সমানlike

His word is as good as his bond.


তার কথা তার চুক্তিপত্রের মতই ।
As toসম্বন্ধে বা সম্পর্কেAbout

As to his qualification, I do not know anything.


আমি তার যোগ্যতা সম্পর্কে কিছুই জানি না ।
At bestবড় জোরtry up to a certain level

At best you can give him some money.


বড় জোর তুমি তাকে কিছু টাকা দিতে পারো ।
At bottomভিতরে ভিতরে / গভীর থেকেinside

He is a dishonest man at bottom.


ভিতরে ভিতরে সে একজন অসৎ মানুষ ।
At any rateঅন্ততঃপক্ষে At least

At any rate do this work for me.


অন্ততঃপক্ষে এই কাজটি আমার জন্য করো ।
At a stretchএকাধারে , একটানাcontinuous

He reads 4 hours at a stretch.


সে একাধারে ৪ ঘন্টা পড়ে ।
At all costযতই ক্ষতি হোক না কেনregardless everything

I must support the teacher at all cost.


যতই ক্ষতি হোক না কেন আমি অবশ্যই শিক্ষকদের সমর্থন করব ।
At any costযে কোন মূল্যেinstead of anything

I must do it at any cost.


যে কোন মূল্যে আমি অবশ্যই এটা করব ।
At homeদক্ষExpert

He is at home in Nazrul poem.


সে নজরুলের কবিতায় দক্ষ ।
At lengthসবিস্তারেdetails

We discussed the matter at length.


আমরা ব্যাপারটি সবিস্তারে আলোচনা করেছিলাম ।
At sixes and sevensএলোমেলোrandom

His books are at sixes and sevens on the table.


তার বইগুলো টেবিলের উপর এলোমেলো ভাবে পড়ে আছে ।
At the eleventh hourশেষ মুহূর্তেAt the very last time

He was taken to the hospital at the eleventh hour.


তাকে একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ।
At the outsetপ্রারম্ভে বা শুরুতেইAt the starting

At the outset, We thanked our chairman.


শুরুতেই আমরা আমাদের সভাপতিকে ধন্যবাদ দিয়েছিলাম ।
At timesমাঝে মাঝেsometimes

At times he misbehaves with me.


মাঝে মাঝে সে আমার সাথে খুব খারাপ আচরণ করে ।
At a glanceদেখা মাত্রJust seen

He can understand everything at a glance.


সে দেখা মাত্রই সব কিছুু বুঝতে পারে ।
All day longসারাদিন ব্যাপিwhole day

Udhichi arranged a cultural program all day long.


উদিচী সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ।
All on a suddenতৎক্ষণাৎinstant

He was angry and left the place all on a sudden.


সে রাগান্বিত ছিল এবং তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করেছিল ।
Along withসঙ্গে বা সাথেwith

I went to airport along with Sujon.


আমি সুজনের সাথে বিমানবন্দরে গিয়েছিলাম ।
Any longerআর বেশি সময়

I shall not wait for you any longer.


আমি তোমার জন্য আর বেশি সময় অপেক্ষা করব না ।
Again and againবারবার

Try again and again and you will succeed.


বার বার চেষ্টা কর এবং তুমি সফল হবে ।
Anything butএকেবারেই নয়

His progress is anthing but satisfactory.


তার উন্নতি একেবারেই সন্তোষজনক নয় ।
As soon/early as possibleযতশীঘ্র সম্ভব

Come home as early as possible.


যতশীঘ্র সম্ভব বাসায় চলে এসো ।
As a resultফলত বা ফলস্বরুপ

He did not work hard and as a result, failed in the examination.


সে কঠোর পরিশ্রম করেছিল না এবং ফলস্বরুপ পরীক্ষায় ফেল করেছিল ।
At onceএক্ষুণি

Do this work at once.


এই কাজটি এক্ষুণি করো ।
At allমোটেই বা আদৌ

He does not understand anything at all.


সে মোটেই কোনকিছু বোঝে না ।
At leastকমপক্ষে

You have to obtain at least 15% marks in English in the admission test.


ভর্তি পরীক্ষায় তোমাকে ইংরেজিতে কমপক্ষে ১৫% নম্বর পেতে হবে ।
At leisureঅবসরে

Try to do something at leisure.


অবসরে কিছু করার চেষ্টা করো ।
At presentবর্তমানে

At present, There are two hundred students in our school.


বর্তমানে আমাদের স্কুলে দুইশত ছাত্র-ছাত্রী রয়েছে ।
At firstসর্বপ্রথম

He entered the room at first.


সর্বপ্রথম সে রুমে প্রবেশ করেছিল ।
At lastঅবশেষে

We collected ticket at last.


অবশেষে আমরা টিকেট সংগ্রহ করেছিলাম ।
At largeব্যাপকভাবে

He is respected by people at large.


সে লোকজনের কাছে ব্যাপকভাবে সন্মানিত ।
All the timeসবসময়

Try to be sincere all the time.


সবসময় আন্তরিক হবার চেষ্টা করো ।
At the end ofশেষ সময়ে

You may suffer at the end of life.


তুমি জীবনের শেষ সময়ে কষ্ট পেতে পারে ।
After allমোটের ওপর / সর্বোপরি

After all he is a good man.


সে সর্বোপরি একজন ভাল মানুষ ।
At a lossকিংকর্তব্যবিমূড়

The boy is at a loss to decide to what to do.


বালকটি কি করবে সে সিদ্ধান্ত নিতে কিংকর্তব্যবিমূড় ।
At the point ofপ্রায়

His father was at the point of death.


তার বাবা মৃত্যুপ্রায় ছিল।
At the latestসর্বশেষে

You must reach the station at 5 p.m at the latest.


তোমাকে অবশ্যই সর্বশেষ সময় ৫ টায় স্টেশনে পৌছতে হবে ।
At a timeএক বারে

Don't do everything at a time.


সবকিছু এক বারে করো না ।
A lot ofপ্রচুর পরিমাণে

He has eaten a lot of biscuits today.


সে আজকে প্রচুর পরিমাণে বিস্কুট খেয়েছে ।
All butপ্রায়

He is all but ruined.


সে প্রায় ধ্বংসপ্রাপ্ত
At daggers drawnশত্রুভাবাপন্ন

The two brothers are at daggers of drawn with each other.


দুই ভাই পরস্পরের শত্রুভাবাপন্ন
At all eventsযাহাই ঘটুক না কেন

At all events, I shall do it.


যাহাই ঘটুক না কেন আমি এটা করব ।
At one's beck and callকথায় উঠা-বসা

His brother is at his beck and call.


তার ভাই তার কথায় উঠে বসে ।
According toঅনুসারে

You must work according to your teacher's advice.


তুমি অবশ্যই তোমার শিক্ষকের উপদেশ অনুসারে কাজ করবে ।
Afford toসক্ষম হওয়া

Many people can not afford to eat two meals a day.


অনেক লোকজন দিনে দুবেলা খাবার খেতে সক্ষম হতে পারে না ।
At great dealপ্রচুর পরিমাণে

Rivers carry a great deal of silt during the rainy season.


নদীরা বর্ষাকালে প্রচুর পরিমাণে পলি বহন করে ।
Burning questionজরুরি প্রশ্ন

Family planning is a burning question of the day.


পরিবার পরিকল্পনা দিনের বড় প্রশ্ন
Bid fairসম্ভাবনা আছে বলে মনে হওয়া

He bids fair to be a poet.


তার মনে হয় কবি হওয়ার সম্ভাবনা আছে ।
Birds of the same featherসমচরিত্রের লোক

Birds of the same feather flock together.


সমচরিত্রের পাখিরা একসাথে ঝাঁক বাধিয়া চলে ।
Bag and baggageতল্পিতল্পাসহ

Mamun left home bag and baggage.


মামুন তল্পিতল্পাসহ বাড়ি ত্যাগ করেছিল ।
Blue bloodআভিজাত্য

She is proud of her blue blood.


সে তার আভিজাত্য নিয়ে গর্বিত ।
By farবহুদিক বিবেচনা করে

He is by far the best man in the locality.


বহু দিক বিবেচনা করলে সেই এলাকার শ্রেষ্ঠ মানুষ ।
By all meansযে কোন প্রকারে

I shall help you by all means.


আমি তোমাকে যে কোন প্রকারেই সাহায্য করব ।
By no meansকিছুতেই না

You can help him by no means.


তুমি কিছুতেই তাকে সাহায্য করতে পার না ।
By means ofউপায়ে

He will get the job by means of flattery.


সে তোষামোদের মাধ্যমে চাকরিটি পাবে ।
By turnsপর্যায়ক্রমে

Happiness and sorrow come by turns.


সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে আসে ।
By and byশীঘ্রই

You will feel better by and by.


তুমি শীঘ্রই ভাল অনুভব করবে ।
By the byকথা প্রসঙ্গে

He told me about you by the by.


সে আমাকে কথা প্রসঙ্গে তোমার ব্যাপারে বলেছিল ।
By chanceহঠাৎ

They did not play well but won the game by chance.


তারা ভাল খেলেনি কিন্তু হঠাৎ করেই খেলায় জিতে গিয়েছিল ।
By dint ofসাহায্যে / বলে

He stood first by dint of hard work.


সে কঠোর পরিশ্রমের সাহায্যে প্রথম হয়েছিল ।
By virtue ofসাহায্যে

You can succeed by virtue of industry.


তুমি পরিশ্রমের সাহায্যে সফল হতে পার ।
By roteমুখস্থ করে

He passes exam only by rote.


সে শুধু মুখস্থ করে পরীক্ষায় পাশ করে ।
By way of স্বরুপ

He told the story by way of an example.


সে উদাহরণস্বরুপ গল্পটি বলেছিল ।
By fits and startsঅস্থায়ী উদ্যমে

He reads by fits and starts.


সে অস্থায়ী উদ্যমে পড়ে ।
Idioms & Phrase In Bengali (বাংলায়) In English (ইংরেজিতে) Example (উদাহরণ)