grammar

    সংজ্ঞা : যে শব্দ Noun বা Pronoun-এর পূর্বে বসে বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে তাকে Preposition বলে
    Definition : Prepositions show the relation between a word and a noun (or a pronoun) that follows it.
    বাংলা বিভক্তিসমূহের ইংরেজি রূপ - 
    দ্বিতীয়া / চতুর্থী - কে, রে, তে, প্রতি, কাছে - to
    তৃতীয়া - দ্বারা, দিয়া, কর্তৃক - by(ব্যক্তি), with (বস্তু), along, through
    পঞ্চমী - হতে, থেকে, চেয়ে, অপেক্ষা - from, since, than
    ষষ্ঠী - র, এর - 's (ব্যক্তি); of (ব্যক্তি বা বস্তু)  
    প্রথমা / সপ্তমী - এ, য়, তে, এতে - to, at, on, in, into, up, upon 
     
    Kinds of Prepositions: ইংরেজিতে preposition ছয় প্রকার -
    a) Simple Preposition: একটি মাত্র শব্দ বিশিষ্ট Preposition কে Simple Preposition বলে । যেমন: at, by, from, for, in, to, on, of, after etc.
    b) Compound Preposition: Noun, adverb ও adjective'র আগে Simple Preposition বসে Compound Preposition গঠিত হয় । তখন on-এর স্থলে a এবং by-এর স্থলে be বসে । যেমন- on + cross = across, by + hind = behind, by + yond = beyond, on + by +out = about
    c) Double Preposition: দুটি Simple Preposition যুক্ত হয়ে একটি Preposition গঠন করলে তাকে Double Preposition বলে । 
    যেমন- With + out = Without, With + in = Within, Up + to =Upto, In + to = Into, Up + on = Upon
    d) Phrase Preposition: একাধিক বা দু-এর বেশি শব্দ মিলে Preposition-এর কাজ করলে, তাকে Phrase Preposition বলে । এ জাতীয় Preposition-এর আগে ও পরে একটি করে Simple Preposition থাকে । যেমন- In spite of, in honour of, by dint of etc.
    e) Detached Preposition: যে Preposition সম্পর্কহীন অবস্থায় বাক্যে ব্যবহৃত হয় তাকে Detached Preposition বলে । যেমন- What is Dhaka famous for?
    f) Disguised Preposition: On ও Of-এর পরিবর্তে 'a বা o' Preposition রুপে ব্যবহৃত হয় তাকে Disguised Preposition বলে । যেমন- He went a hunting. He comes at 7 o' clock.      
    Comments