There সাধারণত অস্তিত্ব বা কিছু থাকা বা না থাকা অর্থে ব্যবহৃত হয় ।

নিচের বাক্য দুটো লক্ষ্য করুন :

                      আমার একটি কলম আছে - I have a pen.

                      গ্লাসটিতে কিছুু পানি আছে - There is some water in the glass.

ভালভাবে লক্ষ্য করুন, উপরে দুটো বা্ংলা বাক্যেরই ক্রিয়া হল 'আছে' । কিন্তু এদের ইংরেজি অনুবাদ ভিন্ন ভিন্ন কেন ? এই সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হবে এই অধ্যায়ে ।

আরো দুটো বাক্য লক্ষ্য করুন :

                      কলমটি টেবিলের উপর আছে ।

                      একটি কলম টেবিলের উপর আছে ।

প্রথম বাক্যে 'কলমটি' শব্দটার মাধ্যমে বুঝা যাচ্ছে যে তা নির্দিষ্ট । আগে থেকে তা চিহ্নিত । কিন্তু দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে 'একটি ' কলমের কথা, কোনটা তা বলা হচ্ছে না । 

দ্বিতীয় বাক্যটির Translation হবে : 

                     There is a book on the table

প্রথম বাক্যটির :

                     The book is on the table.

তাহলে দেখা গেল যে, বাক্যের কর্তা যদি অনির্দিষ্ট হয় তাহলে তার ইংরেজি অনুবাদ there দিয়ে শুরু হয় । আরেকটি উদাহরণ দেখা যাক :

                      সুমন এখানে আছে - Sumon is here.

                      এই গ্রামে এক সুমন আছে - There is a Sumon in this village. 

প্রথম বাক্যে , 'সুমন' হল একজনের নাম । সুতরাং লোকটি হল নির্দিষ্ট । এ জন্য এক্ষেত্রে there ব্যবহৃত হল না ।

কিন্তু দ্বিতীয় বাক্যে, সুুমনকে নির্দিষ্ট করে বুঝানো হচ্ছে না বরং কোন এক সুমনকে বুঝানো হচ্ছে যা কিনা অনির্দিষ্ট।

তাহলে There দিয়ে বাক্য শুরু হবে তখনই যখন - 

       ১. বাক্যের কর্তা (Subject) অনির্দিষ্ট হবে ।

       ২. বাক্যর ক্রিয়া দ্বারা থাকা বা না-থাকার ভাব বুঝানো হবে ।  

 

এবার There এর প্রয়োগ গুলো খুব ভালভাবে লক্ষ্য করুন - 

        

        আছে - There is (Singular or একটি মাত্র জিনিস)

        আছে - There are (Plural or দুই বা ততোধিক সংখ্যক জিনিস)

        নেই -  There is no   

        ছিল - There was (Singular or একটি মাত্র জিনিস)

        ছিল - There were (Plural or দুই বা ততোধিক সংখ্যক জিনিস)        

        ছিল না - There was no (Singular or একটি মাত্র জিনিস)

        ছিল না - There were no (Plural or দুই বা ততোধিক সংখ্যক জিনিস)

        থাকবে - There will be

        থাকবে না - There will be no      

        হবে - There will be

        হবে না - There will be no

         থাকা উচিত - There should be

        থাকা উচিত নয় - There should not be

        থাকা উচিত ছিল -  There should have been   

        থাকা উচিত ছিল না  - There should have been no

        থাকতে পারে  - There may be        

        না-ও থাকতে পারে - There may be no

        থাকতে পারত - There could/might be

        না-ও থাকতে পারত - There could/might be no

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Examples (উদাহরণ):

রাস্তায় একজন লোক আছে - There is a man in the street.

রাস্তায় তিনজন লোকজন আছে - There are three men in the street.

রাস্তায় কোন লোক নেই -  There is no man in the street.

রাস্তায় কোন লোকজন নেই - Threre are no men in the street.

এই গ্রামে একজন ভিক্ষুক ছিল - There was a beggar in this village.

এই গ্রামে দুইজন ভিক্ষুক ছিল - There were two beggers in this vaillage.

গতকাল আকাশে কোন মেঘ ছিল  না - Yesterday there was no cloud in the sky.

গতকাল আকাশে কোন মেঘ টেঘ ছিল না - Yesterday there were no clouds in the sky. (For Plural)

এখানে একটা গ্লাস থাকবে - There will be a glass here.

এই গ্লাসে কোন পানি থাকবে না - There will be no water in this glass.

এখানে একটা মেলা হবে -  There will be a fair here.

এখানে কোন মেলা হবে না -  There will be no fair here.

এই গ্রামে একটা স্কুল থাকা উচিত -  There should be a school in this village.

এই ঘরে কোন টিভি থাকা উচিত নয়  - There should be no T.V in this room.

এখানে একটা পুকুর থাকা উচিত ছিল - There should have been a pond here.

তোমার লেখায় কোন ভুল থাকা উচিত ছিল না - There should have been no mistake in your writing.

তার মনে গলদ থাকতে পারে - There may be flaw in his mind.

এই বনে বাঘ থাকতে পারত - There might be tiger in this forest.

More Examples (আরো উদাহরণ):

বাগানে ্‌একটি ফুল আছে - There is a flower in this garden.

এই খাবারে প্রোটিন আছে - There is protein in this food.

বাগানে অনেক ফুল আছে - There are many flowers in the garden.

এই বাগানে অনেক ফুল ছিল - There were many flowers in this garden. 

এই বাগানে অনেক ফুল ছিল নাThere were no many flowers in this garden.

এই পানিতে জীবাণু থাকতে পারে - There may be germs in this water.

এই স্কুলের সামনে একটি খেলার মাঠ থাকা উচিত - There should be a playground in front of this school.

এই গ্রামে একটি সুন্দরী মেয়ে থাকতে পারে - There may be a beautiful girl in this village.

 

Comments