grammar

    সংজ্ঞা : দুই বা ততোধিক sentence কে যে word একত্রে যুক্ত করে তাকে Conjunction বলে ।

    Definition : A conjunction is a word used to join two or more sentences.

        Examples: 

                         করিম সেখানে গিয়েছিল  (Karim went there.)।

                         জামাল সেখানে গিয়েছিল (Jamal went there.) ।

    বাক্য দুটিকে যদি যুক্ত করে লিখতে চাই তাহলে লিখতে হয় - 

    করিম ও জামাল সেখানে গিয়েছিল - Karim and Jamal went there.

    এই and দ্বারাই বাক্য দুটিকে একত্রে পরিণত করা সম্ভব হয়েছে । সুতরাং and হল conjunction.

    আবার,

    He is poor (সে গরীব) এবং He is honest (সে সৎ)

    বাক্য দুটিকে একত্র করে নিচের মত করে লেখা যায় :

    He is poor but honest. (সে গরীব কিন্তু সৎ) । এক্ষেত্রে but হল conjunction.

    এরুপ আরও কয়েকটি conjunction হল : As, if, unless, until, till, while, lest, because, however ইত্যাদি ।

    Comments