grammar

    A pronoun takes the place of noun. অর্থাৎ, noun- এর পরিবর্তে pronoun ব্যবহৃত হয় ।

    Pronoun ছাড়া Sentence : Salim has a book. Salim reads the book.

    Pronoun ব্যবহার করে : Salim has a book. He reads it. এখানে Salim এর পরিবর্তে He এবং the book এর পরিবর্তে it ব্যবহার করা হয়েছে Pronoun হিসাবে ।

    Use of Pronouns :

    1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম) :

    যার মাধ্যমে ব্যক্তির প্রকারভেদ জানা যায়, তাকে Person বলে ।

    Person

    Person তিন প্রকার - a) First person (উত্তম পুরুষ)

                                    b) Second person (মধ্যম পুরুষ)

                                    c) Third person (নাম পুরুষ)

    a) First person: যার মাধ্যমে বক্তা নিজেকে বুঝায় তাকে First person বলে । উদাহরণ: I, We

    Cases and numbers of the first person (First person এর কারক ও বচন নিম্নরুপ) :

     Cases  Singular  Plural
     Nominative  I - আমি  We - আমরা
     Objective (বাংলা ২য়া বিভক্তি, কে যুক্ত )  Me - আমাকে  Us - আমাদিগকে
     Possessive (বাংলা ৬ষ্ঠী বিভক্তি, র/এর )  My, mine - আমার  Our, Ours - আমাদের

     

    b) Second person: বক্তা যাকে সম্বোধন না করে সামনে রেখে কিছু বলে, তাকেই Second person বলা হয় । উদাহরণ: You

    Cases and numbers of the Second person (Second person এর কারক ও বচন নিম্নরুপ) :

     Cases  Singular  Plural
     Nominative  You - তুমি, আপনি  You - তোমরা, আপনারা
     Objective  You - তোমাকে, আপনাকে  You - তোমাদিগকে, আপনাদিগকে
     Possessive  Your - তোমার, আপনার  Your - তোমাদের, আপনাদের

     

    c) Third person: কারো অনুপস্থিতিতে কিছু বলতে বক্তা যে Person এর আশ্রয় নেয়, তাকেই Third person বলা হয় । উদাহরণ: He, She, it, they ।

    Cases and numbers of the third person (Third person এর কারক ও বচন নিম্নরুপ) :

     Cases  Singular  Plural
     Nominative  He, she - সে  They - তারা
     Objective  Him, her - তাকে / তাহাকে  Them - তাদিগকে / তাহাদিগকে
     Possessive  His, her - তার / তাহার  their - তাদের, তাহাদের

    ► Nominative (কর্তৃ কারক হিসাবে): I (আমি), we (আমরা), you (তুমি/তোমরা), he/she (সে / তিনি), they (তা'রা) ।

    Example:

     Singular  Plural
     I am a boy.  We are boys.
     You are a girl. You are girls.
     He/She is a teacher.  They are teachers.

    ► Objective (কর্ম কারক হিসাবে): me (আমাকে), us (আমাদের/আমাদেরকে), you (তোমরা/তোমাদের/তোমাদেরকে), him/her (তাহাকে / তাকে), it (ইহা), them (তাদেরকে/তাহাদিগকে) ।

    Example:

     Singular  Plural
     Mother loves me.  Mother loves us.
     Mother loves you.  Mother loves you.
     Mother loves him/her.  Mother Loves them.

    ► Possessive (সম্বন্ধ পদ হিসেবে-অধিকার বা স্বত্ব বোঝালে): my-mine (আমার), our-ours (আমাদের), your-yours (তোমার/তোমাদের), his-his (তার/তাহার), her-hers(তার/তাহার (স্ত্রী)), their-theirs(তাহাদের/তাদের), it-its(ইহার/এর) ।

    Example:

     Singular  Plural

     This is my book.

     This book is mine.

     These are our books.

     These books are ours.

     That is your pen.

    That pen is yours.

    Those are your pens.

     Those pens are yours.

     This is his cap.

     This cap is his.

     These are their caps.

     These caps are theirs.

     This is her ring.

     This ring is hers.

    These are their rings.

    These rings are theirs.

     উল্লেখ্য যে এখানে mine, ours, yours, his, hers and theirs হল Possessive Pronoun এবং অন্যদিকে noun এর আগে ব্যবহার করা হয়েছে বলে ও noun এর স্বত্বাধিকার অবস্থার নির্দেশ করায় my, our, your, his, her, their এইগুলো হল Possessive Adjective.

    Impersonal (অব্যক্তিক অর্থে): It (ইহা)
    Example:
    1. It is a book. Is it a book? Yes, it is.
        What time is it? It is there o' clock.
        What day is it? It is Sunday.
        What date is it today? It is the sixth of July.
    2. It is hot/cold/quiet/noisy in the room.
        It is rainy / windy today.
       It is an exciting / interesting game. 
    Comments