সংজ্ঞা : Adverb হল এমন word যা কোন verb, adjective বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে ।

Definition : An adverb is such a word that modifies a verb, an adjective or another adverb.

Explanation and Examples: 

(a)  যখন verb কে modify করে : swiftly (দ্রুত), well (ভাল,ভালভাবে), strongly (প্রবলভাবে), forcibly (বলপূর্বক) etc.

        যেমন: He runs swiftly (সে দ্রুত দৌড়ায়).

        এখানে "দ্রুত" শব্দটি দৌড়ানোর "ধরন" বুঝাচ্ছে যা দৌড়ানো (verb) কে modify করছে । তাই swiftly হল একটি adverb.           

(b)  যখন adjective কে modify করে ।

        যেমন: He is a very good boy (সে খুব ভাল ছেলে).

        এখানে "good" হল adjective । কিন্তু good এর অর্থকে আরো শক্তিশালী করে প্রকাশ করার জন্য তার আগে very ব্যবহার করা হয়েছে যা adjective good কে modify করছে তাই এখানে very হল একটি adverb.

(c)  যখন অন্য কোন adverb কে modify করে ।

        যেমন: He runs very swiftly (সে খুব দ্রুত দৌড়ায়).

        এখানে "swiftly" হল adverb । কিন্তু swiftly এর অর্থকে আরো শক্তিশালী করে প্রকাশ করার জন্য তার আগে very ব্যবহার করা হয়েছে যা adverb swiftly কে modify করছে তাই এখানে very হল আরেকটি adverb.

 
Major Types of Adverbs:
Type Tell us Example
 Manner  how কি ভাবে ?  slowly, suddenly, urgently, carefully,eagerly etc.
 Place  Where কোথায় ?  here, there, upstairs, inside, outside, around, nearby etc
 Time  When কখন ?  now, then, soon, once, today, daily, finally, before, still etc
 Frequency  How often কতবার ?  sometimes, always, ever, never, seldom, usually, rarely etc
Degree  How much কতটুকু ?  very, quite, almost, nearby, hardly, partly, fully, fairly etc.

 

Comments