grammar

    সংজ্ঞা : Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে ।

    Definition : A verb is a word that expresses some action.

        Examples: কোনকিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা বা ভাঙা হল একেকটি কাজ । যে word দিয়ে এই "কাজ" বা "action" বুঝায় তাকে verb বলে । 

        নিচে কিছু verb এর উদাহরণ দেওয়া হল - be, have, do, speak, go, come, love, like, meet, give, think, break, sing, dance, see etc.

    A. Kinds of Verbs (ক্রিয়ার প্রকারভেদ) : Verbs are of two main classes - 

         a) Main Verb (প্রধান বা মূল ক্রিয়া) : যে Verb-এর নিজস্ব অর্থ থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপরের ওপর নির্ভর করে না, তাকে Main verb বলে । যেমন - I am happy. এখানে 'am' Main Verb.

         b) Auxiliary বা Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb-এর নিজের কোন পৃথক অর্থ নেই, অর্থের দিক দিয়ে বিভিন্ন প্রকার Sentence, Tense বা  Voice-এর বিভিন্ন রূপ গঠনের জন্য Main Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন - I am going home. এখানে 'going' হল Main Verb এবং 'am' হল Auxiliary Verb.

    English Language -এর সর্বমোট 24 টি Auxiliary verb (am, is, are, was, were, has, have etc) ছাড়া সবগুলোই Main verb (call, catch, walk, read etc).

    Comments