grammar

    Verbs অনেক প্রকার:

    1.  a) Finite Verb (সমাপিকা ক্রিয়া) : Person ও Number দ্বারা এ verb সীমাবদ্ধ । যেমন - He eats rice. এখানে কর্তা Third Person Singular Number হওয়াতে                  Verb-এর শেষে 's' যুক্ত হয়েছে ।

         b) Infinitive Verb (অসমাপিকা ক্রিয়া) : Person ও Number দ্বারা এ verb সীমাবদ্ধ নয় । অর্থাৎ Person, Number বা Tense কোন কিছুই এ Verb-এর রুপ         পরিবর্তন করতে পারে না । He wants to eat rice. He wanted to eat rice. They will like to eat rice. অর্থাৎ to eat=খেতে, to play=খেলতে, to read=পড়তে ইত্যাদি infinitive । এক কথায় to + verb কেই infinitive verb বলে ।
     

    2.  a) Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে, তাকে Transitive Verb বলে ।

         b) Intransitive Verb (অকর্মক ক্রিয়া) : যে Verb-এর Object (কর্ম) থাকে না, তাকে intransitive Verb বলে ।
          
    Used Transitively Used Intransitively
     Fire burns everything.  Fire burns.
     The driver stopped the car  The car stopped suddenly.
     The peon rang the bell.  The bell rang loudly.
     The boys fly kites.  The birds fly in the sky.
     I see a bird.  A blind man can not see.
     The army fought the battle.  The army fought bravely.
     She writes stories  She writes legibly.

     

    3.  a) Causative Verb (নিজন্ত ক্রিয়া) : কোন  Intransitive Verb দিয়ে করানো বা ঘটানো বোঝালে তাকে Causative Verb বলে। এ ক্ষেত্রে Verb গুলো Transitive Verb হয়ে যায় । যেমন: Fly = ওড়ে, Walk = হাঁটে, Fall = পড়ে ইত্যাদি মূলত Intransitive কিন্তু ওড়ানো, হাটানো, ফেলে দেয়া অর্থে এরা Causative Verb হয় ।      

    Simple Verb Causative Verb
     See - দেখা (নিজে)  Show - দেখানো (অন্যকে)
     Sit - বসা (নিজে)  Set - বসানো (অন্যকে)
     Read - পড়া (নিজে)  Teach - পড়ানো (অন্যকে)
     Suck - স্তন্য পান করা (নিজে)  Suckle - স্তন্য পান করানো (অন্যকে)
    Know - জানা (নিজে)  Inform - জানানো  (অন্যকে)

     যে সকল Verb-এর আলাদা কোন Causative form নেই তাদের আগে make, get, cause, have বসিয়ে Causative অর্থ প্রকাশ করতে হয় । একমাত্র make ছাড়া অন্য সবের (cause, get, have) পর to বসে । যেমন - 

                  I do the work - আমি কাজটি করি ।
                  I get him to do the work - আমি তাকে দিয়ে কাজটি করাই ।
    Causative Verb দ্বারা কর্তা নিজে কিছু করে না, বরং অন্য কর্তৃক কৃত কর্মের ফল ভোগ করে থাকে ।
     
    4. Reflexive Verb (আত্নঘটিত ক্রিয়া) : যে Transitive Verb- এর Subject ও Object একই ব্যক্তি বা বস্তুতে প্রতিভাত হয় তাকে Reflexive Verb বলে ।
    Example:
                   (i) The man killed himself.
                   (ii) I see myself in the mirror.
                   (iii) The cat licks itself.
     
    5. Factitive Verb: কতকগুলো Transitive Verb- এর Object-এর পর আরও বাড়তি Word বা Words (complement) বসাতে হয়, তা না হলে অর্থ সম্পূর্ণ হয় না । এরূপ Verb কে Factitive Verb বলে ।
    Example:
                   (i) The boys made Rashed Captain.
                   (ii) We elected him president of our club.
                   (iii) I called him a fool.
                   (iv) His parents named the boy Hasan.
     
    6. Impersonal Verb (অব্যক্তিক ক্রিয়া): যে Verb অনির্দিষ্ট কর্তা হিসেবে Pronoun 'It'- এর সাথে Third person singular এ ব্যবহৃত হয়, তাকে Impersonal Verb বলে ।
    Example:
                   (i) It rains heavily.
                   (ii) It snows in winter.
                   (iii) It happens everyday.
     
    7. Cognate Verb (সমজাতীয় ক্রিয়া): যে Transitive Verb- এর Object অনেকটা Verb-এর মত বা একই অর্থ প্রকাশ করে, তাকে Cognate Object বলে এবং Verb টিকে Cognate Verb বলে ।
    Example:
                   (i) He fought a good fight.
                   (ii) I dreamt a strange dream.
                   (iii) He ran a race.
                   (iv) She sang a sweet song.
     
    8. Quasi-Passive Verb: কতকগুলো Transitive Verb আকারে Active হলেও অর্থের দিক দিয়ে Passive এ ধরনের Verb-কে Quasi-Passive Verb বলে ।
    Example:
                   (i) Roses smell sweet.
                   (ii) Honey tastes sweet.
                   (iii) The bed feels soft.
                   (iv) Rice sells dear.
                
    9. Reciprocal Verb: যে Transitive Verb দ্বারা Subject ও Object-এর মধ্যে পারস্পরিক action অথবা interaction বুঝায়, তাকে Reciprocal Verb বলে ।
    Example:
                   (i) The two boys love each other (দুজনের মধ্যে- each other).
                   (ii) The students help one another (দু'এর বেশি হলে one another).
    10. Inchoative Verb: যে Verb কোন অবস্থা পরিবর্তনের সূচনা ও তার বিকাশ বা চূড়ান্ত পরিণতির অর্থ জ্ঞাপন করে, তাকে Inchoative Verb বলে । এ ধরণের সুপরিচিত Verb গুলো হল- get, become, grow, turn, fall, run etc.
    Example:
                   (i) The man grew old.
                   (ii) He became chairman.
    11. Verb of Perception: যে Verb ইন্দ্রিয়গ্রাহ্যানুভূতির ধারণা দেয়, তাকে Verb of Perception বলে । এ শ্রেণীর Verb গুলো হল- see, hear, fell, taste, notice, observe, smell etc. এদের পর to বসে না এবং continuos aspect-এ এদের ব্যবহার করা যায় না ।
    Example:
                   (i) I see a bird (am seeing হবে না).
                   (ii) I fell the taste.
     
    12. Non-conclusive Perception: যে Verb-এর কাজ কখন শুরু ও শেষ হয় তা বুঝা যায় না, তাকে Non-conclusive verb বলে । এ শ্রেণীর Verb গুলো হল- like, dislike, understand etc.
    Example:
                   (i) I like him
                   (ii) I could not understand it.
     
    13. Group Verb: Intransitive Verb-এর সাথে Preposition যুক্ত হয়ে Transitive হলে, তাকে Prepositional অথবা Group Verb বলে ।
    Example:
                   (i) He laughs at me.
                   (ii) They talked about the matter.          
                  
     

     

    Comments